ডা: তাহেরের সাথে ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলার নেতাদের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে তার গুলশানের বাসায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা শাখার নেতারা।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
ডা: তাহেরের সাথে ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলার নেতাদের সাক্ষাৎ
ডা: তাহেরের সাথে ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলার নেতাদের সাক্ষাৎ |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে তার গুলশানের বাসায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা শাখার নেতারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাক্ষাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা মো: মহিউদ্দিন পাটোয়ারী সহিদ, ইসলামী আন্দোলন

চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সদর সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, পৌরসভার সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, ইসলামী আন্দোলন নেতা মাওলানা জামাল উদ্দিন ভুঁইয়া, মাওলানা রকিবুল ইসলাম ভুঁইয়া, জাহিদ কবির মজুমদার, মো: আবদুল কাদের ভুঁইয়া খোকন, আবদুল হাই মিয়াজি সুমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।

সাক্ষাতকালে ডা: তাহের ইসলামী আন্দোলনের নেতাদের উদ্দেশে বলেন, ‘আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোসহ ৮ দলের পক্ষে প্রতিটি আসনে শুধুমাত্র একজন প্রার্থী থাকবেন।

এ লক্ষে আমাদেরকে অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এতে করে সারা দেশে সহজে এ জোটের অধিকাংশ প্রার্থী বিজয়ী হবে বলে আমরা আশাবাদী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্ব মহলে গ্রহণযোগ্য করতে হলে নির্বাচন কমিশনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের মানুষ সরকার ও নির্বাচন কমিশনকে উপযুক্ত জবাব দেবে।