মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা

‘গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অনেক শিশু শিক্ষার্থী নিহত-আহত ও অভিভাবক শিক্ষক আহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসী খুবই মর্মাহত।’

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা |নয়া দিগন্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থী নিহত ও অভিভাবক-শিক্ষক আহতের ঘটনায় সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় বক্তব্যে রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়, রাজন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত, জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস, শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ,জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল,অভিভাবক পপি দেব, ইমা পাল, শায়না দেবী, রিনা দে, রুমা রানী রায়, কাকলী বণিক, ইমা পাল সুধাংশু শেখর দাস, সুমন চক্রবর্তী ও নিরঞ্জন দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অনেক শিশু শিক্ষার্থী নিহত-আহত ও অভিভাবক শিক্ষক আহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসী খুবই মর্মাহত। এমন অনাকাঙ্খিত ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। পরে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।