এইচএসসি পুনর্নিরীক্ষণ ফলাফল

সিলেট বোর্ডে ফেল থেকে পাস ৩১, জিপিএ-৫ পেয়েছে আরো ৭ শিক্ষার্থী

পুনর্নিরীক্ষণ ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড |নয়া দিগন্ত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণ ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী ফেল থেকে পাস হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো সাতজন। তবে ফেল হওয়া কেউ জিপিএ-৫ পায়নি।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে মোট এক হাজার ৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদন বিবেচনায় বোর্ড মোট ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনর্নিরীক্ষণ জন্য গ্রহণ করে। পুনঃনিরীক্ষায় মোট ৪৩৩ জন শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফলাফলে পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৬০২ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পূর্ণ সিলেবাসে রেজিস্ট্রেশন করা ৬৯ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে থেকে পাস করেন ৩৫ হাজার ৮৭১ জন। গত বছর ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।