মাদারীপুরের শিবচরে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে বিএনপি নেতা ড. শাহাদাত হোসেনের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ড. শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই প্রতাশা করছি। দোয়া মাহফিলের মাধ্যমে শুধু দেশনেত্রীর সুস্থতা নয় বরং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণও কামনা করা হয়েছে।‘



