গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে তুহিনের হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সহ-সভাপতি গোলজার হোসেন, রশীদ আহম্মদ, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক মাসুদ রানা, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন।
সাবেক ও বর্তমান সাংবাদিক নেতারাসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। তবে বারবার তাদের ওপর হামলার হচ্ছে।
এ জন্য সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি তোলেন উপস্থিত সাংবাদিকরা।