চৌদ্দগ্রামে অটোরিকশাচালক পেলেন নতুন ঘর উপহার

প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় দরিদ্র ও অটোরিকশাচালক রতনের জন্য নতুন ঘর উপহার দিয়েছে নানকরা ফাউন্ডেশন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
নতুন ঘর উপহার পেলেন রতন
নতুন ঘর উপহার পেলেন রতন |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে অতিবৃষ্টির কারণে ভেঙে পড়েছিল চার সন্তানের জনক, হতদরিদ্র অটোরিকশা চালক মো: রতনের মাটির দালানের বসতঘর। দুঃখ-দুর্দশার সেই সময় শেষ করে প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় রতনের জন্য নতুন ঘর উপহার দিয়েছে নানকরা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাতিসা ইউনিয়নের নানকরা পূর্বপাড়া গুচ্ছগ্রামে এ হস্তান্তর করা হয়।

দারিদ্র্যের কারণে নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই রতনের। অসহায় এই মানুষটি সহযোগিতার জন্য নানকরা ফাউন্ডেশনের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর ফাউন্ডেশনের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানোর। পরবর্তীতে তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের রতনের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলী পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মো: হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে আজাদ রাসেল, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, ইলিয়াছ পাটোয়ারী।

এছাড়া সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী জয়নাল মজুমদার, নানকরা ফাউন্ডেশনের আলমগীর হোসেন, হাসান পাটোয়ারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা আবুল খায়ের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নানকরা ফাউন্ডেশনের মোঃ শামীম, শিমুল মজুমদার, কিরণ পাটোয়ারী, নজরুল চৌধুরী, মিজান চৌধুরী, মোঃ সজীব, সাগর পাপাটোয়ারী, রাফি পাটোয়ারী, সুমন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নানকরা ফাউন্ডেশনের হাসান পাটোয়ারী বলেন, ‘নিজের একটা ঘর শুধু চার দেয়ালের একটি অবকাঠামো নয়-এটি একটি স্বপ্ন, নিরাপত্তা এবং মর্যাদার প্রতীক। বিত্তবানদের উচিত, সমাজের গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো।’

অটোরিকশাচালক মো: রতন বলেন, ‘গত ১৮ জুন অতি বৃষ্টিতে আমার থাকার মাটির ঘরটি ভেঙে যায়। নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছি। তারা আমার পরিবারকে একটি নতুন ঘর উপহার দিয়েছে। মহান রবের দররবারে নানকরা ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করছি।’