সরিষাবাড়িতে ১৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
গ্রেফতার সোহেল মিয়া
গ্রেফতার সোহেল মিয়া |নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে ঘোড়ার মোড় এলাকায় শসার বল গ্রামের সোহেল নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ১৯ এফ আই ইউ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়ার মোড় এলাকার শসার্বল গ্রামের সোহেল মিয়ার বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় সোহেলকে গ্রেফতার করে এবং তার ঘর থেকে ১৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গাঁজার আসর চালিয়ে আসছিল বলে এলাকার সচেতন মহলের দাবি। প্রতিদিন আশেপাশের এলাকার তরুণ ও যুব সমাজের একটি শ্রেণী মোটরসাইকেল সিএনজি অটোরিকশা যোগে এ এলাকায় আসতো গাঁজা সেবন করার জন্য আবার কেউ কেউ আসতো খুচরা বিক্রেতা হিসেবে কেনার জন্য।

৫ আগস্টের পর থেকেই তার আগের মোড়ক বদলে ফেলে নতুন করে গড়ে তুলে নতুন মোড়কে এ মহারতি মাদক সম্রাট সোহেল। কেউ কিছু বলতে গেলেই তার যেন এলাকায় বসবাস করার মত উপায় থাকত না। খুন জখম সহ মারপিট করার হুমকি দিয়ে আসতো সোহেল বাহিনীর ক্যাডাররা।

সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ চাঁদ মিয়া নয়া দিগন্তকে জানান, আমরা দীর্ঘদিন যাবত গোপনে খোঁজখবর নিয়ে তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করা হয় এবং তার ঘর থেকে ১৮ কেজি গাঁজাসহ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।