সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মর্তুজা, ‘প্রজন্ম মীরসরাই’য়ের ২০২৬ সেবা বর্ষের সভাপতি শাহেদ নূর, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, সাংবাদিক ইব্রাহিম বাদশা, সমাজকর্মী মো: আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ জাকারিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবদিগন্ত মিরসরাইয়ের সহ-সভাপতি সাইফুল ইসলাম আকিব, আরাব ভূইয়া, মোহাইমিনুল রাফি, রকি দাস, আজিজ চৌধুরী ও মাদরাসার শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাদরাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক তুলে দেন অতিথিরা।



