বামনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও পথসভা

আসন উপহারের ঘোষণা ভাইস চেয়ারম্যানের

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের কাম্য, নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে সংসদে যাবেন।

বামনা (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
বামনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা
বামনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বামনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেও জনতার উপচে পড়া ভিড়ে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।

উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে এ আসনটি ইনশাআল্লাহ তারেক রহমানকে উপহার দেবো। বাংলার জমিনে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না। নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের কাম্য, নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে সংসদে যাবেন।’

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ইমাম হায়দার ঈসা ও ইকবাল কোরাইশী বাবুর সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মাজনু ও মশিউর রহমান হাসিব, বামনা প্রেসক্লবের সভাপতি ও আহ্বায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, আহ্বায়ক সদস্য ও শিল্পপতি রুহুল আমিন ও সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক দীপু সিকদার, যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির জোমাদ্দার ও যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন মুন্না, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্জুসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আনন্দ র‌্যালির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বর এলাকায় পথসভায় অংশগ্রহণ করেন। এ সময় বামনা প্রেসক্লবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া সকল সাংবাদিকদের সাথে নিয়ে র‌্যালিতে অংশ নেন।