ড. আসাদুজ্জামান রিপন

বাংলাদেশের মাটিতে কোনো হিংসা-বিদ্বেষ নেই

‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ এক এবং অভিন্নভাবে থাকবো। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার। কেননা এই রাষ্ট্রটা আমদের সবার।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
বাংলাদেশের মাটিতে কোনো হিংসা-বিদ্বেষ নেই : ড. আসাদুজ্জামান রিপন
বাংলাদেশের মাটিতে কোনো হিংসা-বিদ্বেষ নেই : ড. আসাদুজ্জামান রিপন |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ এক এবং অভিন্নভাবে থাকবো। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার। কেননা এই রাষ্ট্রটা আমদের সবার। সবাই আমরা সরকারকে ট্যাক্স দেই। দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে যে বিভাজন, সেই বিভাজন থাকবে না। অতীতে নানাভাবে বিভাজন করার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা সম্প্রীতি নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের মাটিতে কোনো হিংসা-বিদ্বেষ নেই।‘

শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে বুধবার (১ অক্টোবর) বিকেলে লৌহজং উপজেলার কনকসার বাজারের পূজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অরো বলেন, ‘আমরা অন্তত শান্তিপ্রিয় জাতি। আমাদের মধ্যে হানাহানি, হিংসা-বিদ্বেষ, ধর্মীয়-বিদ্বেষ এগুলো আমরা করি না। কিন্তু এগুলো থেকে সচেতন থাকতে হবে। যাতে করে আমরা দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই সমাজ এবং সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে।‘

তিনি আরো বলেন, ‘দেশকে সমৃদ্ধ করতে হলে, শান্তিপূর্ণ একটি রাষ্ট্র বানাতে হলে সকল ধর্মাবলম্বীদেরকে একটা সম্প্রীতির বন্ধনের মধ্যে থাকতে হবে। বিএনপি যদি আগামীতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার কোনো বীজ কেউ রোপন করতে পারবে না। হিন্দু-মুসলমান বলে কোনো বিভেদ, কোনো বিভেদের পরিবেশ বিএনপির শাসনাসলে কেউ উস্কানি দিতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আমরা থাকতে চাই।‘

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।