পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের একটি খালে ভাসমান অবস্থায় তাৎক্ষণিক পরিচয় না পাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নে জামধলা গুদারাঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পূর্বধলা থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ জানতে পিবিআই ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’