নাটোরের সিংড়ায় শরিফুল ইসলাম (৩০) নামের এক মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বাবা পলাতক রয়েছেন। তবে হত্যার কাজে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে।
নিহত যুবক একই গ্রামের কাঠ ব্যবসায়ী শহিদ মোল্লার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাবান সরদার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শরিফুল ইসলাম নেশার টাকা যোগার করতে প্রায়ই এলাকার হাঁস-মুরড়ি, বাসা-বাড়িতে চুরি ও পরিবারের লোকজনকে মারধর করতেন। তার নির্যাতন থেকে বাঁচতে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ও জীবনের নিরাপত্তা না পেয়ে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তাকে নিয়ে পারিবারিকভাবে বসে শাসন করতে গিয়েও স্বজনরা লাঞ্ছিত হন। শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে গিয়ে নিজেই বাবার হাতের ধারাল হাসুয়ার কোপে নিহত হন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারাল হাসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই তার বাবা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।