বড়াইগ্রামে মুখমণ্ডল থেঁতলে বৃদ্ধাকে হত্যা

ছেলে-মেয়েরা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
বড়াইগ্রাম থানা
বড়াইগ্রাম থানা |সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে তার নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম ওই মহল্লার মরহুম শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে, ঘটনার পরপরই বড়াইগ্রাম থানার পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং গৃহকর্মী সুফিয়া বেগম (৪১) ও প্রহরী কাজী আবু শামাকে (৬০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম বাড়িতে একাই বসবাস করতেন। ছেলে-মেয়েরা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী। তার মধ্যে সুফিয়া রান্নাবান্নাসহ বাড়ির কাজ করতেন। আর সহায়-সম্পদ দেখাশোনাসহ রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন আবু শামা। তাদের বাড়ি একই মহল্লায়।

শামা জানান, রোববার রাতে এশার নামাজ শেষে বাড়িতে ফিরে গোঙানীর শব্দ শুনতে পান। পরে তিনি ঘরে ঢুকে মমতাজ বেগমকে মুখমণ্ডল থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় আবু শামার চিৎকার শুনে আশপাশের বাড়িঘর থেকে আত্মীয়-স্বজনরা ছুটে এসে তাকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানায়, মমতাজ বেগমের শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তাদের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতির উদ্দেশে ঢুকেই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।