সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে ৩০ পারা কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়াসহ উপজেলা বিএনপির নেতা-কর্মী, সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা বলেন, মহান আল্লাহ যেন আমাদের অভিভাবক দলের চেয়ারপারসন আপোষহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সকল ভুল-ত্রুটি কমা করে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন।
একেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার শক্তি দান করুন, জিয়া পরিবারের ও বিএনপি পরিবারেরসহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।



