রূপগঞ্জে দুই গাড়ির মাঝে পড়ে যাত্রী নিহত

ওই যুবক বাসের জানালা দিয়ে মাথা বের করে মোবাইলফোনে কথা বলার সময় বিপরীত দিক থেকে আসা নরসিংদীগামী একটি কভার্ড ভ্যানের চাপে পড়ে। এ সময় ওই যুবকের মাথার কিছু অংশ ছিটকে দূরে পড়ে যায়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে দুই গাড়ির মাঝে পড়ে যাত্রী নিহত
রূপগঞ্জে দুই গাড়ির মাঝে পড়ে যাত্রী নিহত |নয়া দিগন্ত

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ঢাকাগামী কভার্ড ভ্যান (বাগেরহাট-ড-১১-০০০২) ও নরসিংদীগামী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৬৯) মাঝে পড়ে এক বাসযাত্রী নিহত হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই যুবক বাসের জানালা দিয়ে মাথা বের করে মোবাইলফোনে কথা বলার সময় বিপরীত দিক থেকে আসা নরসিংদীগামী একটি কভার্ড ভ্যানের চাপে পড়ে। এ সময় ওই যুবকের মাথার কিছু অংশ ছিটকে দূরে পড়ে যায়।

রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।