গাজীপুরে সোমবার (২৯ সেপ্টেম্বর) মোটরসাইকেল দুর্ঘটনাসহ পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
এক ঘটনায় গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন সমরসিং এলাকায় সড়ক বিভাজকের সাথে মোটরসাইকেল ধাক্কায় দু’জন নিহত এবং অপর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় কাভার্ডভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আরো অন্তত চারজন আহত হয়েছেন।
জানা গেছে, গাজীপুর মহানগরের পুবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় তালটিয়া পূর্বপাড়ার বাসিন্দা মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং তালটিয়া বাথানবাড়ীর বাসিন্দা জামান মিয়ার ছেলে লিখন (২১)। দুপুর ১টা ১০ মিনিটে হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউসিয়া গামী মহাসড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।
পুবাইল থানার অফিসার ইনচার্জ এস এম আমিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দায়িত্বপ্রাপ্ত এসআই মো: নাসির উদ্দিন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ দুটি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গীতে পাঠান। নিহতদের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না।
এর আগে একই দিন সকালে সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সালনা এলাকায় কাভার্ডভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দক্ষিণ সালনার অটোরিকশাচালক এমদাদুল হক (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।