টাঙ্গাইলের মধুপুরে অভিনব কৌশলে ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা প্রথমে বাজারের একটি দোকানে আগুন ধরিয়ে দিয়ে মালিককে বিভ্রান্ত করে, এরপর ফাঁকা বাড়িতে চালায় লুটপাট।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিতে শোনা যায়, মলকা গ্রামে ডাকাত পড়েছে। অপরদিকে মলকা বাজারে এক দোকানে আগুন ধরেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের মরহুম বুইদা ফকিরের ছেলে আজমত আলীর দোকান ও বাড়িতে।
ভুক্তভোগী আজমত আলী বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার থেকে এক মোটরসাইকেলচালক আমাকে ফোন করে জানায় যে দোকানে আগুন লেগেছে। এ খবর পেয়ে আমরা বাড়ির সবাই দোকানে চলে এলে বাড়ি থেকে ফোন করে জানায় যে বাড়িতে ডাকাত হামলা চালিয়েছে। মহিলারা প্রতিরোধ করতে না পেরে ডাকাডাকি করলে লোকজন আসতে বিলম্ব হয় ও দোকানের আগুন নিভিয়ে বাড়িতে আসতে বিলম্ব হওয়ায় ডাকাতেরা ঘরের দরজার গ্রিল ভেঙে ঘরে ঢুকে যায়। তারা সুকেসের তালা ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দোকানের মালামালসহ মোট ১০ লাখ টাকা পরিমাণ লুট করে নিয়ে পালিয়ে যায়।’
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, বিষয়টি আমি রাতেই অবগত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী এখনো অভিযোগ দায়ের করেনি। তবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে।