ভালুকায় গাড়িচাপায় কিশোরের মৃত্যু

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভরাডোবা হাইওয়ে থানা
ভরাডোবা হাইওয়ে থানা |সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় আলী নূর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইটইঞ্জিন চল্লিশাপাড়ার মো: উজ্জল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে চাকরি করতেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ঘটনার সময় আলী নূর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনীগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।