দেবীগঞ্জে সীমান্ত পেরিয়ে আসা বিরল হিমালয়ান শকুন উদ্ধার

এ প্রজাতির শকুন সাধারণত ভারতের হিমালয় অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে। শীত মৌসুমে খাদ্যের সন্ধানে তারা অনেক সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Panchagarh
হিমালয়ান শকুন
হিমালয়ান শকুন |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি বানিয়াপাড়া নতুন বাজার এলাকা থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত শকুনটি বাংলাদেশী নয়, বরং এটি ইন্ডিয়ান হিমালয়ান শকুন প্রজাতির।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শকুনটি স্থানীয়দের চোখে পড়লে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করে। পরে বন বিভাগের সদস্যরা শকুনটি উদ্ধার করে দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।

দেবীগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: মনজুরুল করিম বলেন, ‘শকুনটির গঠন, বিশাল ডানার বিস্তার ও শারীরিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে এটি হিমালয়ান শকুন বলে মনে হচ্ছে। এ প্রজাতির শকুন সাধারণত ভারতের হিমালয় অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে। শীত মৌসুমে খাদ্যের সন্ধানে তারা অনেক সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।’

তিনি জানান, উদ্ধারকৃত শকুনটি বর্তমানে নিরাপদে রাখা হয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে আগামীকাল সিংড়া বিটে পাঠানো হবে, যেখানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হিমালয়ান শকুন একটি বিরল ও সংরক্ষিত প্রজাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও সুরক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা এবং বন বিভাগের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় বলে মনে করছেন পরিবেশবিদরা।