ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষুব্ধ খুলনাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিক্ষুব্ধকারীরা দ্রুত হাদি হত্যার সাথে যারা জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান। একইসাথে তারা বলেন, হাদির মতো একটা মানুষকে হত্যা করে কিভাবে এই দেশ থেকে খুনিরা পালিয়ে গেল? এটা যদি প্রশাসনের সহযোগিতা না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয়। এই এ দায় এই সরকারকেই নিতে হবে।
এছাড়া শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। আজ দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। অনশন কর্মসূচিতে অংশ নেন আহত জুলাইযোদ্ধা মো: হুজাইফা, নূরুজ্জামান নাবিল, সীমান্ত, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিম।
অনশনরতরা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদ ওসমান হাদি আত্মত্যাগ করলেও এখনো তার হত্যাকারীরা আইনের আওতায় আসেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
অনশনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে দিনরাত তারা অবস্থান করবেন।



