মুক্তাগাছায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের এক পর্যায়ে মনির মিয়া তার স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে গুরুতর জখম করেন। এতে তার শাশুড়ি নিহত হন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের ছুরির আঘাতে মোছা: ফজিলা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ফজিলা খাতুন ওই গ্রামের মরহুম জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মো: মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। ঝগড়ার একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ছেলে মো: রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সাথে আবার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এ সময় মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে গেলে ফজিলা খাতুন বাধা দেন। মনির ছুরি দিয়ে ফজিলা খাতুনের তলপেটে আঘাত করে এবং তার স্ত্রীকে এলোপাথারি ভাবে আঘাত করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। রুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, ‘দুল্লা ইউনিয়নের হরিরামপুরে ফজিলা খাতুন হত্যার ঘটনায় আসামিকে ধরার জন্য পুলিশ কাজ করছে। খুব দ্রুত আসামিকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’