উখিয়ায় সমুদ্রে নিখোঁজ সেই ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্থানীয়রা ও কোস্টগার্ড তাদের উদ্ধারে চেষ্টা চালালেও জীবিত আর পাওয়া যায়নি। অবশেষে এক দিন পর ভেসে ওঠল দুজনের লাশ।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
উখিয়ায় সমুদ্রে নিখোঁজ সেই ২ শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে
উখিয়ায় সমুদ্রে নিখোঁজ সেই ২ শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে |সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রে নিখোঁজ দুই কিশোর শিক্ষার্থীর লাশ আজ শনিবার ইনানী সৈকতে ভেসে উঠেছে। গতকাল এ দুই বন্ধু মাছ ধরতে গিয়ে জোয়ারের স্রোতে ভেসে গিয়েছিল।

আজ ভোরে ইনানী সৈকতের ভাটার সময় প্রথমে উদ্ধার করা হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) লাশ। সে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে দুপুরে একই সৈকত থেকে আরেক শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) লাশ উদ্ধার করে কোস্টগার্ড। হাবিবুল মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একদল কিশোর বন্ধুর সাথে ওই দু’জন সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় স্রোতের টানে ভেসে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা ও কোস্টগার্ড তাদের উদ্ধারে চেষ্টা চালালেও জীবিত আর পাওয়া যায়নি। অবশেষে এক দিন পর ভেসে ওঠল দুজনের লাশ।

ইনানী এলাকার একাধিক বাসিন্দা জানান, হঠাৎ ভাটার টানে লাশ ভেসে ওঠার দৃশ্য ছিল হৃদয়বিদারক। লাশ তীরে আসার সাথে সাথে পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে সৈকত এলাকা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারিতে গোটা মনখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সৈকতে নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো না গেলে এমন দুর্ঘটনা বাড়তেই থাকবে।