বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক কৃষানীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘট্নায় মোশারেফ শেখ (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে, সোমবার ভুক্তভোগী কৃষানী রেনু বেগম মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের কৃষানী রেনু বেগম রোববার দিবাগত রাতে খাবার শেষ করে পাশে মায়ের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনে দরজা খুলে দেখতে পান যে তার বসতঘরে আগুন জ্বলছে এবং এক লোক দৌড়ে যাচ্ছে। তাৎক্ষণিক ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নেভানো শুরু করে। তবে এর আগেই সম্পূর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় বসতঘরে থাকা মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়।
রেনু বেগম অভিযোগ করে জানান, প্রতিবেশী মোশারেফ শেখের সাথে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আগুন দিয়ে ঘরটি পুড়িয়ে দিয়েছে।
তবে মোশারেফ শেখের মেয়ে লিজা বেগম বলেন, রাতে আগুন লাগার পরে তার বাবাসহ তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অথচ তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে। তার ববা এ ঘটনার সাথে জড়িত নয়।
মোরেলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মতলুবর রহমান বলেন, চিংড়াখালীতে বসতঘরে আগুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মোশারেফ শেখ নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।



