টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে নিজের স্ত্রীকেই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড স্বামী আব্দুল লতিফ মিয়া।
সোমবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে ইউনিয়নের রাখেলচালা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজি বেগম (৩০) একই গ্রামের মুচিরচালা পাড়ার হাসমত আলীর মেয়ে।
আত্মীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাদের (স্বামী-স্ত্রীর) ঝগড়া হচ্ছিল। সোমবার দুপুরে খাবারের পর লতিফ মিয়া স্ত্রীকে কুড়াল দিয়ে এলোপাতারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের গলায় আঘাতের গভীর ক্ষত রয়েছে। লতা ও জিসান নামে তাদের দুইটি সন্তান রয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পারিবারিক কলহের কারণে এই হত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’