বীর মুক্তিযোদ্ধা মো: সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল হক ভূঁঞাকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মাহমুদুল ইসলাম জানু অ্যাডভোকেট ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো: রুকন উদ্দিনকে।
কমিটির সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল কুদ্দুস, মো: শাহজাহান, মো: মাহতাব উদ্দিন মোল্লা ও মো: রুহুল আমিন বাবুল।