৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

লৌহজংয়ে বিএনপির সমাবেশ ও আলোচনা সভা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লৌহজংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
লৌহজংয়ে বিএনপির সমাবেশ ও আলোচনা সভা
লৌহজংয়ে বিএনপির সমাবেশ ও আলোচনা সভা |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লৌহজংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে সমাবেশস্থলে আসেন। নেতাকর্মীদের উপস্থিতিতে এতে মুখরিত হয় সমাবেশস্থল।

লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

এ সময় বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা বলেন, ‘স্বৈরাচারের অবসান হয়েছে। আজকে আমরা মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। সবাই একসাথে সমবেত হতে পারছেন। তাই সবাই দোয়া করবেন স্বৈরাচারের অবসান যেনো চিরদিনের জন্য হয়।

দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আগ্রহ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘জনগণের স্বত:স্ফুর্ত সমর্থনে সারা দেশের লোক আমাদের সমর্থন দিবেন আশা করি।নির্বাচনে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ।দল যদি জনগণের ম্যান্ডেট পায়,তাহলে মুন্সীগঞ্জ এলাকার উন্নয়নের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম হাবীব ও উপজেলা বিএনপি নেতা মো: ইয়াসিন শেখ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, মো: শাহজাহান বেপারী, হাজী মো: রাশেদ, নুরে আলম ঢালী, স্থানীয় বিএনপি নেতা গোলাম গাউস সিদ্দিকী, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানসহ বিএনপি দলীয় অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।