আশুলিয়ায় আজাদ হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ

‘আমি মোটরসাইকেল ছিলাম, মোটরসাইকেল স্লো করতে আমি নামলাম, এ সময় ছয়তলার দিক থেকে দু’টা ছেলে আসল। এসে একজন চারটা ও আরেকজন একটি গুলি করেছিল। আমি ওই ছেলেকে চিনি, তার নাম তৈয়ব, খুলনার কান্দাপাড়া বাড়ি। আর ওকে পাঠিয়েছে বকুল মিয়া। কী কারণে আমাকে গুলি করেছে তা আমি জানি না। বকুল মিয়ার সাথে ওই সময় মোবাইলে আলাপ করছিল, শুধু এতোটুকুই জানি।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
গুলিবিদ্ধ মো: আজাদ হোসেন
গুলিবিদ্ধ মো: আজাদ হোসেন |নয়া দিগন্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় মো: আজাদ হোসেন (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামগড়ার ছয়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আজাদ হোসেন নোয়াখালির কবিরহাট থানার পশ্চিম সোনাদিয়া গ্রামের মো: ইউনুসের ছেলে। তিনি জামগড়ায় ঝুটের ব্যবসা করেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে প্রকাশ্যে জনসাধারণের সামনে আজাদের বামপায়ে ও কোমরে গুলি করা হয়। এ সময় ভুক্তভোগী আজাদ তাকে গুলি করেছে বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি।

এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের উিউটি ম্যানেজার মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রোগী বর্তমানে ওটিতে রয়েছে।

গুলিবিদ্ধ আজাদ হোসেন বলেন, ‘আমি মোটরসাইকেল ছিলাম, মোটরসাইকেল স্লো করতে আমি নামলাম, এ সময় ছয়তলার দিক থেকে দু’টা ছেলে আসল। এসে একজন চারটা ও আরেকজন একটি গুলি করেছিল। আমি ওই ছেলেকে চিনি, তার নাম তৈয়ব, খুলনার কান্দাপাড়া বাড়ি। আর ওকে পাঠিয়েছে বকুল মিয়া। কী কারণে আমাকে গুলি করেছে তা আমি জানি না। বকুল মিয়ার সাথে ওই সময় মোবাইলে আলাপ করছিল, শুধু এতোটুকুই জানি।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার গুলিবিদ্ধের খবর নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গুলিবিদ্ধের কারণ জানার চেষ্টার চলছে। বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।