মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেফতার আসামি ঘটক বেলাল আহমদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি বেলাল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটক বেলাল আহমদ বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জয়নব আক্তারের পূর্বপরিচিত। জয়নব আক্তার তার মেয়ে আমিনা বেগমের জন্য পাত্র খোঁজার দায়িত্ব তাকে দেন। এ সুবাদে বেলাল একাধিকবার তাদের বাড়িতে যাতায়াত করেন। পরবর্তীকালে পাত্র ঠিক করতে ব্যর্থ হলে জয়নব আক্তার অন্যত্র পাত্র ঠিক করেন এবং ১২ ডিসেম্বর বিয়ের দিন ধার্য হলে ঘটক বেলালকে দাওয়াত দেন।
বিয়ের দিন দুপুরে পরিবারের সদস্যরা বড়লেখার তারাদরম ইমরান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে চলে যান। এ সময় প্যারালাইসিসে আক্রান্ত জয়নব আক্তারের স্বামী নিজাম উদ্দিন ও দুই গৃহকর্মী বাড়িতে ছিলেন। জয়নব আক্তারের বোন লুৎফা বেগম তার কাছে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন, যা বসতঘরের আলমারির ড্রয়ারে তালাবদ্ধ করে রাখা হয়।
শুক্রবার (বিয়ের দিন) বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটক বেলাল আহমদ বাড়িতে প্রবেশ করে বর-কনে বাড়িতে আসছেন- এমন কথা বলে গৃহকর্মীদের ঘর পরিষ্কার করতে বলেন এবং চা খেতে চান। গৃহকর্মীরা রান্নাঘর ও পাশের কক্ষে ব্যস্ত থাকার সুযোগে তিনি আলমারির তালা ভেঙে নগদ পাঁচ হাজার টাকা, একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের ব্রেসলেট ও কানের দুলসহ সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও রফিক উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড প্রার্থনার শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি বেলাল আহমদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।



