বরগুনা প্রতিনিধি ও বেতাগী সংবাদদাতা
বরগুনার বেতাগীতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক আলোচনা সভা, দোয়া, আলোচনা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বেতাগী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্না ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক লিটন কুমার ঢালী’র সঞ্চালনায় নয়া দিগন্ত উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো: শাহজাহান কবির, প্রধান বক্তা ছিলেন নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলন সাবেক পৌর বিএনপি’র সভাপতি মো: আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়াহিদুর রহমান, সবুজকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম লাভলু, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি প্রভাষক মো: ওয়াদুদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাশেদ খান, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: আরাফাত রহমান নয়ন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বেতাগী পৌর ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো: ফয়সাল আহমেদ। দোয়া মোনাজাত শেষে কেক কেটে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, স্বৈরাচারের পতনের পর দেশ গণতান্ত্রিক ধারায় ধাবমান। অবাধ ও মুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটি নির্বাচিত সরকার গঠিত হবে। দেশের এহেন প্রেক্ষাপটে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য যেমন অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ, তেমনি জাতীয় জীবনেও। শত প্রতিকূলতা মোকাবেলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর কথা লিখে চলেছে নয়া দিগন্ত। ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে’ নয়া দিগন্ত গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে কথা বলবে, একমাত্র আল্লাহ উপর আস্থা রেখে সত্যকে তুলে ধরবেন এটাই আমাদের কাম্য।



