পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ১৫ জেলের মধ্যে নয়জনকে চার দিন ভেসে থাকার পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে উদ্ধার হওয়া আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ট্রলারের মাঝি আবদুর রশিদ ১৫ জেলেকে নিয়ে মহিপুর থেকে গভীর সমুদ্রে রওনা দেন। শুক্রবার সকাল ১০টার দিকে শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে জাল ফেলার পর হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি দুমড়ে-মুচড়ে সাগরে ডুবে যায়।
উদ্ধার হওয়া জেলেরা জানায়, ট্রলার ডোবার সময় একজন সাগরে হারিয়ে যান। পরে বাঁশ ও ফ্লোট ধরে ভেসে থাকার চেষ্টা করতে গিয়ে আরো পাঁচজন একে একে সাগরে তলিয়ে যায়। চার দিন ভেসে থাকার পর গত সোমবার রাতে শেষ বয়া এলাকায় আরেকটি মাছধরা ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, ‘এ ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত নয়জন উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধার কাজ চলমান রয়েছে।