ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পাইকেরছড়ায় এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাইকেরছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মাটিবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট থেকে সড়ককাটাগামী সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানিতে ডুবে চালক জাকির হোসেন ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’