ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো: শানু আকন্দ।
নির্দেশনায় বলা হয়েছে, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ ডাক বাংলোতে কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধি পাঠিয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০ জানুয়ারি দুপুর ৩টা থেকে মাগরিব পর্যন্ত উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রার্থী এম আকবর আলী ও তার সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করা হয় এবং মাইক ব্যবহার করে উচ্চ আওয়াজে স্লোগান দেয়া হয়। যা ২০২৫ সালের আচরণ বিধিমালার বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরো বলা হয়েছে, উপযুক্ত কারণে কেন প্রার্থীকে দায়মুক্ত করা হবে বা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, তা জানাতে ২৭ জানুয়ারি কমিটিতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।



