ইশরাকের মেয়র হওয়া নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
পদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
পদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই এ প্রসঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে যুব সমাবেশ-২০২৫ এ যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু বিষয়টি আদালতের ওপরে বিচারাধীন রয়েছে, শুনানি আছে, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচন হবে না।’

এ সময় বাংলাদেশের পণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশে বেশি পণ্য রফতানি করে থাকে, যেহেতু ভারত বাংলাদেশী পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে।’

এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু সাময়িক ক্ষতি হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।’

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদফতরের মহা-পরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড.মোহাম্মদ মহফুজুর রহমান প্রমুখ।