নোবিপ্রবিতে স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হলো এখানে জ্ঞান সৃজনের অপার সুযোগ পাওয়া। বিশ্ববিদ্যালয় হলো নতুন জ্ঞান চর্চা এবং তৈরির স্থান।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
নোবিপ্রবিতে স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দুইটি পর্বে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নোবিপ্রবির সকল বিভাগের শিক্ষার্থীদের এদিন বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি শুরুতে নবীনদের অভিনন্দন, একই সাথে তাদের এ যাত্রায় তাদের মা-বাবা অভিভাবকদের ধন্যবাদ জানাই। কারণ বাবা-মা তোমাদের এখানে পৌঁছাতে অনেক কষ্ট করেছেন। শিক্ষার জন্য এসো, সেবার জন্য ছড়িয়ে যাও, এ ব্রত নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হলো এখানে জ্ঞান সৃজনের অপার সুযোগ পাওয়া। বিশ্ববিদ্যালয় হলো নতুন জ্ঞান চর্চা এবং তৈরির স্থান।’

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্য হিতকর কাজে শিক্ষার্থীদের যুক্ত হবার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার, নোয়াখালী মো: আব্দুল্লাহ-আল-ফারুক।

নোয়াখালীর জেলা প্রশাসকের পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেছা। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. আতিলগান, নোবিপ্রবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো: জিয়াউল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ, মো: ফরিদ দেওয়ান এবং প্রক্টর এ এফ এম আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোবিপ্রবি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো: শিবলুর রহমান।

নোবিপ্রবি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ এবং হুমায়রা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষার্থী কাওসার আহমেদ হিমেল। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান, বুলবুল হোসেন ফাহিম, মোসলেমা খাতুন সুরাইয়া ও মো: রাকিব হোসেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন খালেদ সায়মন ও আবু সুফিয়ান।

নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও হলের প্রভোস্টবৃন্দ এবং শিক্ষক, নবীন শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।