মেহেরপুরে একটি জীপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আক্তারুজ্জামন (২৬) নামের এক যুবক নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের অদূরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আক্তারুজ্জামান সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
আক্তারুজ্জামান বাড়ি থেকে তার এক বন্ধুকে সাথে নিয়ে আমঝুপি নানির বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি একটি ব্যাংকে চাকরি করতেন।
জানা যায়, দ্রুত গতির জীপ গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো রংয়ের জীপ গাড়ি আমঝুপি’র দিক থেকে বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিপরীতমুখী একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও তার ছোট শিশু গুরুতর আহত হয়। পরে মোটরসাইলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আক্তারুজ্জামন নিহত ও অপর আরোহী আহত হন এবং জীপ চালকও গুরুতর আহত হয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’