নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে (৫৯) মাধবদী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে নরসিংদী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মো: সবজেল হোসেন বলেন, ‘গোলাম রসুল কলির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা ও কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে।’



