সিলেটে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ ভেন্যুর উদ্বোধন

রোববার বেলা পৌনে ৩টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ ভেন্যুর উদ্বোধন
সিলেটে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ ভেন্যুর উদ্বোধন |নয়া দিগন্ত

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর সিলেট ভেন্যুর শুভ উদ্বোধন হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই গণঅভ্যুত্থানে শহীদ গোলাম নাফিস, সাংবাদিক তুরাব, রুদ্র সেনসহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো: সারওয়ার আলম। তিনি ভেন্যুর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘সিলেটে বছরব্যাপী খেলাধুলা আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নূর হোসেন, যুব উন্নয়ন অধিদফতর সিলেটের উপ-পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: আব্দুর রউফ শাহ, যুব উন্নয়ন অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো: ফখরুজ্জামান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু ও কার্যনির্বাহী সদস্য সাদেক আহমদ, রাফায়াত মালিক রাফী, মহি উদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন, ক্রীড়া সংগঠক ও সিলেট জেলা ফুটবল দলের ম্যানেজার মিলাদ আহমদ, ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন হেলাল, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সাবেক ক্রীড়াবিদ সায়েফুজ্জামান সায়েম, আবু বক্কর সেলিম, নাসির আহমদ, রাজা চৌধুরী ও কামরুল হাসান, হবিগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট সালেহ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান ও সদস্য হিরু, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাবেল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫’র সিলেট ভেন্যুর উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা ফুটবল দল ১-০ গোলে হবিগঞ্জ জেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। ওই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন সিলেট জেলা ফুটবল দলের গোলরক্ষক হিলাল আহমেদ।