বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘আসন্ন নির্বাচনের অংশ হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি। কিন্তু নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি আমরা বলেছি, এই নির্বাচনটি গ্রহণযোগ্য করার জন্য, নিরপেক্ষ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। এটা আপামর জনতা চায়।’
তিনি বলেন, ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন তসবী জপছে। যেকোনোভাবে একটা নির্বাচন চাই, ক্ষমতার বদল চাই, ক্ষমতায় যেতে চাই। এ ধরনের স্বপ্নে তারা বিভোর হয়ে গেছে।’
আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়া এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘বিএনপি যদি নির্বাচনের পাশাপাশি সংস্কার নিয়ে বেশি কথা বলতো, যদি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন না চাইতো, যদি তারা চাইতো একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরী হোক, জুলাই সনদ তৈরী হোক। এই ধরনের দাবি নিয়ে নিয়ে যদি তারা মাঠে থাকতো, আন্দোলন করতো, তাহলে মানুষের গ্রহণযোগ্যতা তারা পেতো। এসব কথা তারা বলে না। বলে শুধু নির্বাচন দিতে হবে। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন সকল দলগুলোকে নিয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর জন্য কাজ করছে, কিন্তু বেশিভাগ ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করছে। এ অবস্থায় চলতে থাকলে আগামীর বাংলাদেশে আরো কঠিন পরিস্থিতি তৈরী হবে। যার ফল সবাইকে ভোগ করতে হবে।’
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ, আব্দুল হালিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা পথসভায় উপস্থিত ছিলেন।