গফরগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
নিহত দুই মোটরসাইকেল আরোহী
নিহত দুই মোটরসাইকেল আরোহী |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবু (১৯) ও রাকিব (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের একজন ভ্যানচালক আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রাকিব তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাবু ও রাকিব মোটরসাইকেলযোগে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার সদর বাজার থেকে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হন। খুরশিদ মহল ব্রিজে ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেল ও ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানগাড়ি চালককে হোসেনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।