ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

কুরছিয়া তার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে নিচে পড়ে মারা যান।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে কুরছিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের দিকে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত কুরছিয়া খাতুন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী বলে জানা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কুরছিয়া তার ঘরের ছাদের উপর দাঁড়িয়ে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে নিচে পড়ে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছেন।