বরগুনায় অ্যাডভোকেট হেলাল

যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

‘জাতীয় সংসদ নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা থাকতে হবে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barguna Sadar
বরগুনায় অ্যাডভোকেট হেলাল
বরগুনায় অ্যাডভোকেট হেলাল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনসহ ইসলামীর সকল স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা থাকতে হবে।’

শুক্রবার (৯ মে) বিকেলে বরগুনা জেলা জামায়াতের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, ‘ভোট জনগণের পবিত্র আমানত, সেই ভোট যেন দেশের কল্যাণে এবং ইসলামের পক্ষে হয়। সেজন্য জনগণকে সচেতন করতে হবে।’

বরগুনা জেলা জামায়াতের আমির ও বরগুনা ১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মহিবুল্যাহ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বরগুনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: সুলতান আহমেদ ও বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান মামুন।

মতবিনিময় সভায় বরগুনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সকল পৌরসভার আমির ও সেক্রেটারি এবং উপজেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বরিশাল সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল হকের মায়ের ও চাঁদপুরা ইউনিয়নের কর্মী জাকির হোসেন রুবেলের মায়ের মৃত্যুতে তাদের পরিবারের খোঁজখবর নিতে যান মুয়াযয্ম হোসাইন হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক কাওসার হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, মাস্টার আলী আশরাফ, চাঁদপুর ইউনিয়ন সভাপতি মশিউর রহমান রিয়াজ ও সেক্রেটারি আব্দুল আলিম মোল্লা।