লুৎফর রহমান, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব খান বাউশা গ্রামের মরহুম কাঞ্চন খানের ছেলে। তবে তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে ফ্যানের সংযোগ দিতে যান রাজিব। এ সময় বিদ্যুৎতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’