আনোয়ারায় দেশীয় মদ ও অস্ত্রসহ মাদককারবারি গ্রেফতার

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো: জাহাঙ্গীর আলম (৬০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
দেশীয় মদ ও অস্ত্রসহ গ্রেফতার জাহাঙ্গীর আলম
দেশীয় মদ ও অস্ত্রসহ গ্রেফতার জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো: জাহাঙ্গীর আলম (৬০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারা থানাধীন গুয়াপঞ্চক এলাকায় সেনাবাহিনী এ অভিযান চালায়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর আরাফাতের নেতৃত্বে সেনা সদস্যরা আসামির বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৩০ লিটার দেশীয় মদ, ৫টি চাপাতি, ৩টি রামদা, ৯টি চাকু, ৭টি মেস ও ৩০টি গ্যাস লাইট উদ্ধার করা হয়। পরে আটক জাহাঙ্গীর আলমকে জব্দকৃত মালামালসহ রাত ১০টার দিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় আরো ৩টি মাদক মামলা রয়েছে।