সোনাগাজীর চরাঞ্চলে কর্মহীন শ্রমজীবীদের পাশে জামায়াত নেতা ডা. মানিক

শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকরা দেশের অর্থনীতিকে সচল রাখেন, তাদের ঘামে আবর্তিত হয় উন্নয়নের চাকা।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
ডা. মো. ফখরুদ্দিন মানিক
ডা. মো. ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলের কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক।

আজ সোমবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী শাখার উদ্যোগে চরদরবেশ অঞ্চলের ১০০ কর্মহীন পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

ডা. মানিক বলেন, ‘শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকরা দেশের অর্থনীতিকে সচল রাখেন, তাদের ঘামে আবর্তিত হয় উন্নয়নের চাকা। আমরা সেই শ্রমিকদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে কাজ করছি।’

সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়্যদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো: মোস্তফা এবং পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।