চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ৮ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

২০২৫ সালের ২০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনের মোট ভোটার পাঁচ লাখ সাত হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দু’ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার দু’ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসন থেকেে আটজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসন থেকেে আটজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন |নয়া দিগন্ত গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) আটজনের মধ্য থেকে তিনজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ দিন বেলা ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদ, জীবননগর ও সদরের আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব ও আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, এ পর্যন্ত চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে দু’ দিন আগে চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম।

অন্যদিকে তিন দিন আগে চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির রুহুল আমীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন।

তিনি আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনের মোট ভোটার পাঁচ লাখ সাত হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দু’ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার দু’ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনের মোট ভোটার চার লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দু’ লাখ ৪৩ হাজার ৩১ জন। নারী ভোটার দু’ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।