পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ শনিবার সকাল ১০টার দিকে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেরা নদীতে লাশটি দেখতে পায়। পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নৌ-পুলিশের প্রাথমিক ধারণা, বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলে হতে পারেন মৃত ব্যক্তি। তবে তার পরিচয় এখনো শনাক্ত হয়নি।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, ‘স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা সোনারচর সংলগ্ন সাগর মোহনায় লাশটি দুপুর ১টার দিকে খুঁজে পাই। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারণা করছি। লাশ নিয়ে আমরা এখন ফাঁড়ির উদ্দেশ্যে যাচ্ছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’