চট্টগ্রামের আনোয়ারার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুই দিনে ৩৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।
৪ (বিএন) আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ‘কর্ণফুলী টানেল সার্ভিস এলাকার ৭ নম্বর পোস্টের কাছে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা আটজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভাষানচর থেকে দালালের সহায়তায় পালিয়ে এসেছে। এদের মধ্যে একজন পুরুষ, দু’জন মহিলা ও পাঁচজন শিশু রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) একই এলাকায় আরো ৩১ জন রোহিঙ্গাকে ৪ (বিএন) আনসার ব্যাটালিয়ন আটক করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছিল।
কর্ণফুলী টানেল ব্যাটালিয়ন আনসার ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল জানান, আটক রোহিঙ্গাদের বিষয়ে সেনা ও নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।