রাঙ্গামাটিতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি বিটিভি উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে যায়। এ সময় সিএনজির ভেতরে থাকা নারী যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহত নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।



