রামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী দলের পদধারী ব্যক্তির এমন নৃশংস অপরাধ সমাজের জন্য ভয়ংকর দৃষ্টান্ত। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না বলে জানিয়েছেন এলাকাবাসী।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মনিরুল বাসার লিমন (২৪) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভিকটিমের বাবা রামগঞ্জ থানায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও সহযোগীদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। ওই রাতে চুরির উদ্দেশ্যে ভুক্তভোগী নারীর ঘরে প্রবেশ করে অভিযুক্ত লিমন ও তার সহযোগীরা। এ সময় তারা ভুক্তভোগীর মাকে হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত মনিরুল বাসার লিমন নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মরহুম সেলিম হোসেনের ছেলে ও ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

শুক্রবার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী দলের পদধারী ব্যক্তির এমন নৃশংস অপরাধ সমাজের জন্য ভয়ংকর দৃষ্টান্ত। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।

মানববন্ধনে বক্তাদের দাবি, এ অপরাধ শুধু একটি পরিবারের বিরুদ্ধে নয়, পুরো সমাজের বিরুদ্ধে। দোষীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভিকটিমের বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।