ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীতে ধরা পড়া একটি বিশাল আকৃতির ইলিশ মাছ ১৩ হাজার ২২০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল দু’ কেজি ৬০০ গ্রাম।
শনিবার (৯ আগস্ট) দুপুরে চরফ্যাশনের ঘোষেরহাট এলাকার তেতুলিয়া নদীতে স্থানীয় কামাল মাঝির জালে মাছটি ধরা পড়লে বিক্রির জন্য ঘোষেরহাট এলাকায় আনা হয়।
এ সময় তিনি মাছটির দাম ১৪ হাজার টাকা দাবি করলে ঢাকার যাত্রী শামীম আহসান ১৩ হাজার ২২০ টাকার বিনিময়ে মাছটি কিনে নেন।
জেলেরা জানায়, আজ ভোর রাতে তেতুলিয়া নদীতে জেলে কামাল মাঝির জালে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকারের ইলিশটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।